Search This Blog

Wednesday, January 30, 2019

উপার্জন

              “পরিস্থিতিই অভিজ্ঞতার স্রষ্টা”

         আমরা দুনিয়াতে বাঁচার জন্য কিছু সময় পাই, কিছু দিন অথবা কিছু বছর। দিন ও বছর যদিও দু’ই সময়ের অন্তর্ভূক্ত তবুও অগভীর দৃষ্টিতে কিছু পার্থক্য দেখা যায়।
এই ছোট্ট জীবনে আমাদের বেচেঁ থাকতে হয় অনেক রকমের অভিজ্ঞতা সংগ্রহের মাধ্যমে। কোনো মানুষ বেচেঁ থাকবে অথচ জীবনে অভিজ্ঞতা অর্জন হবে না এটা হতেও পারে না। আমরা অভিজ্ঞতা অর্জন করি বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হবার মাধ্যমে।
   আচ্ছা, আপনিই বলেন তো- কোনো কিছু অর্জন বা উপার্জন হয়েছে আপনার অথচ আপনি সেটার পেছনে কোনো কাজ করেন নি, এমনটা কি সম্ভব?
উহু, এটা সম্ভব নয়।
   হ্যা কিছু ব্যাপারে এমন মনে হতে পারে যে- আপনি কোনো কিছু করেন নি অথচ কিছু একটা পেয়ে গেছেন (এমনটা মনে হতে পারে কিন্তু এটা বাস্তব বিরোধি, কাজটা অস্পষ্ট থাকায় এমন মনে হয়)। কিন্তু উপার্জন বা অর্জন সম্ভব নয়। কেননা অর্জন এর অর্থ হলো- কাজ করার মাধ্যমে কিছু পাওয়া (এখানে কাজটা স্পষ্ট)।
   আমাদের জীবনে চলতে অনেক রকমের অভিজ্ঞতার প্রয়োজন হয় কিন্তু আমরা কেউই পরিস্থিতির শিকার হতে চাই না। আমাদের পরিস্থিতিকে অনেক কঠিন লাগে । কিন্তু পরিস্থিতি ছাড়া কি আমাদের অভিজ্ঞতা আছে, আর অভিজ্ঞতা ছাড়া কি জীবন আছে? আমরা চাইলেই কি আর না চাইলেই কি? এটা জীবনঘনিষ্ঠ ব্যাপার।

No comments:

Post a Comment