Search This Blog

Friday, February 26, 2021

অন্তিম আহ্বান



শূন্য নদীর তীরে আমি একা বসে আছি

ছিল যারা চলে গেছে মোর কাছাকাছি

কুল-কুল নদী বয়

কত কিছু নিয়ে যায়,

তরি ভরে চলে যায় পালতুলে মাঝি

আমি সুধু মায়া ভরা তীরে বসে আছি,

দূর দেশে আমি এক অচেনা পথিক

জানা নাই কত যাব এদিক ওদিক

সকলে আমায় ফেলে

কই যেন গেল চলে,

সূর্য হেলিয়া গেছে পশ্চিম দিক

আমারও যাবার পালা হলো বুঝি ঠিক,

হুদয় জুরিয়া মোর কত কথা ছিল

কতটা বলেও আরো বাকী রয়ে গেল

প্রেম প্রীতি ভালোবাসা

কতনা কুহেলী আশা,

সবই মোর চার পাশে আছে এলোমেলো

আঁখি ভরে জল আসে ব্যথা টলোমলো,

ডাকিছে আমায় কে যে নদীর ওপার

হয়েছে সময় এবার আমার যাবার

কিবা হলো হেথা এসে

চলে যেতে হয় শেষে,

শূন্য নদীর তীর ঘিরিয়ে আধার

যাব তবে সব ছেড়ে দেরি নহে আর

 


                               লিখেছিল আমার দাদা, ভালো মানুষ ছিলেন তিনি।